‘গরু মেরে জুতা দান, আমার কাছে ফল পাঠান’
মঞ্চে উপস্থিত সিনিয়র নেতাদের মাঠে নামার আহ্বান জানিয়ে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন, ‘প্রয়োজনে মরে যাব। শেখ হাসিনাকে পদত্যাগ করিয়েই ছাড়ব। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না।’
মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান বলছেন, ‘গরু মেরে জুতা দান! আমার কাছে ফল পাঠান! আমি ঘুমিয়েছি। ওষুধ খাইয়ে ঘুমিয়ে রেখেছে। হঠাৎ দেখি এই পরিস্থিতি।
তিনি বলেছেন, ‘আমার সঙ্গে কারও কথা হয়নি। নাটক করে লাভ নেই। শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে।’
সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশে এ কথা বলেন তিনি।
দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে আমান বলেন ‘নব্বইয়ের মতো, অতীতের মতো এবারও রাজপথে ফয়সালা হবে। আপনারা ভয় পাবেন না। আপনারা ইতিহাস রচনা করেছন।’
তিনি বলেন, ‘মহাসচিব, আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে কর্মসূচি দিন। গণতন্ত্রের জন্য আমাদের জীবন উৎসর্গ করলাম। যদি একজন কর্মীরও মৃত্যু হয়, এক নম্বর আসামি হবে শেখ হাসিনা, দুই নম্বর ওবায়দুল কাদের আর তিন নম্বর হবে স্বরাষ্ট্রমন্ত্রী।
‘নিরপেক্ষ সরকারের বিষয়ে কোনো আপোষ নয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতেই হবে।’
মঞ্চে উপস্থিত সিনিয়র নেতাদের মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে মরে যাব। শেখ হাসিনাকে পদত্যাগ করিয়েই ছাড়ব। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না।’
What's Your Reaction?