টাঙ্গাইলে ফারুক হত্যা মামলায় সাবেক এমপি আমানুর ও তার ৪ ভাই খালাস
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় মোহাম্মদ আলী ও কবির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তবে সাবেক এমপি আমানুর রহমান খান রানা এবং তার তিন ভাইসহ ১০ জনকে আদালত বেকসুর খালাস দিয়েছে। বিস্তারিত জানুন এই মামলার রায়ের সম্পর্কে।
"টাঙ্গাইলে ফারুক আহমেদ হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন, আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১০ জন খালাস"
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানা এবং তাঁর তিন ভাইসহ ১০ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ রোববার টাঙ্গাইলের বাংলাদেশ টুডেস্ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ আলী ও কবির হোসেন। মোহাম্মদ আলী ২০১৪ সালে গ্রেপ্তার হয়ে ফারুক হত্যার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তাঁর জবানবন্দিতে মামলার প্রধান আসামি আমানুর রহমান এবং তাঁর ভাইদের নাম উঠে আসে। জামিনে মুক্ত হওয়ার পর তিনি পলাতক আছেন। অপর দণ্ডিত কবির হোসেন ২০১৪ সাল থেকে আত্মগোপনে রয়েছেন।
What's Your Reaction?