তরুণ উপদেষ্টা পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিতে পারেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারির শেষাংশে আত্মপ্রকাশ করবে। এই দলটি জাতীয় স্বার্থে মধ্যপন্থী ধারার রাজনীতি করবে, এবং দলটির নেতৃত্ব তরুণ উপদেষ্টারা গ্রহণ করতে পারেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে চলতি ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। সূত্র মতে, অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা পদত্যাগ করে এই নতুন দলের নেতৃত্ব গ্রহণ করতে পারেন।
নতুন দলটি আদর্শগতভাবে মধ্যপন্থী ধারার হবে, যার লক্ষ্য জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। দলের নাম ও প্রতীক নিয়ে আলোচনা চলছে, তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। দলের নেতারা জানান, তারা গণ–অভ্যুত্থানের পক্ষে ছিলেন, কিন্তু কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত নন—এমন ব্যক্তিদের নতুন দলে অন্তর্ভুক্ত করতে চান।
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন গতকাল রোববার জানিয়েছেন, নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা ফেব্রুয়ারির শেষাংশে আসবে। তাছাড়া, কিছু শীর্ষ নেতা পদত্যাগের পর দলের দায়িত্ব নিতে পারেন। এদের মধ্যে অন্তর্বর্তী সরকারের তিন ছাত্র উপদেষ্টার (মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ) মধ্যে একজন দলের নেতৃত্ব গ্রহণ করতে পারেন।
আখতার হোসেন আরও বলেন, ‘‘দলটির নাম, নেতৃত্ব এবং আত্মপ্রকাশের স্থান ও সময় সম্পর্কে আলোচনা চলছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’’ তিনি উল্লেখ করেন, ‘‘এই দলের লক্ষ্য মূলত জাতীয় স্বার্থের ভিত্তিতে রাজনীতি করা, যা ডান-বাম ধারার বাইরে।’’
গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর সেপ্টেম্বর মাসে জাতীয় নাগরিক কমিটি যাত্রা শুরু করে এবং বর্তমানে সারা দেশে তাদের প্রতিনিধির সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে।
What's Your Reaction?