প্রধানমন্ত্রী বলেছেন তোমাকে পুরস্কার দিতে পেরে ভালো লাগছে
প্রধানমন্ত্রী বলেছেন তোমাকে পুরস্কার দিতে পেরে ভালো লাগছে
এ নিয়ে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন জয়া আহসান। শাবানা ও ববিতার পর নায়িকাদের মধ্যে তিনিই এতবার এই পুরস্কার অর্জনের রেকর্ড গড়লেন।
বাংলাদেশে এবং ভারতীয় বাংলা সিনেমায় এই সময়ের আলোচিত অভিনেত্রী জয়া। অভিনয় করেছেন হিন্দি সিনেমাতেও।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার পর দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন জয়া আহসান।
'বিউটি সার্কাস' সিনেমার জন্য এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, কতটা কষ্টকর ছিল এই ধরনের চরিত্রে অভিনয় করা?
জয়া আহসান: সত্যি কথা বলতে এই সিনেমার জন্য অনেক কষ্ট করেছি। অনেক চ্যালেঞ্জিং ছিল চরিত্রটি। ঝুঁকি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তারের ওপর দিয়ে হাঁটা অনেক রিস্ক ছিল। এত রিস্ক যে বর্ণনা করার মতো না। ইউনিট থেকে বলা হয়েছিল-পড়ে গেলে শেষ! ফাইট ডিরেক্টর শামীম ভাইকে বিশেষ ধন্যবাদ। মালকি চরিত্রটি ছিল রোমাঞ্চকর। সার্কাস এখন বিলুপ্ত প্রায়। আমার পুরস্কারটি সার্কাসের শিল্পীদের উৎসর্গ করেছি। সার্কাসের জনগোষ্ঠীকে উৎসর্গ করেছি।
What's Your Reaction?