শাকিব খানের ‘তাণ্ডব’-এর দৃশ্যে ফেসবুকে তুমুল আলোচনা

শাকিব খানের ‘তাণ্ডব’-এর দৃশ্যে ফেসবুকে তুমুল আলোচনা বাংলাদেশ টুডেস্ | ২৩ জুলাই ২০২৪

 0
শাকিব খানের ‘তাণ্ডব’-এর দৃশ্যে ফেসবুকে তুমুল আলোচনা

ঈদুল আযহার মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত চলচ্চিত্র ‘তাণ্ডব’ থেকে একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। বিশেষ করে ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়ার পর শাকিব খানের অভিনয় নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ও প্রশংসা।

রবিবার (২০ জুলাই) দুপুর থেকে ফেসবুকের বিভিন্ন প্রোফাইল, সিনেমা সংশ্লিষ্ট পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে ছবিটি, যেখানে শাকিব খানকে বন্দী অবস্থায় ক্লান্ত, কষ্টভরা চেহারায় ভাত খেতে দেখা যাচ্ছে। চোখে জল, মুখে গভীর বিষণ্ণতা — এই আবেগঘন দৃশ্য শাকিব খানের অভিনয় দক্ষতার এক নতুন মাত্রা উন্মোচন করেছে বলে মন্তব্য করছেন দর্শক ও সিনেমা সমালোচকরা।

অনেকে মনে করছেন, এই দৃশ্যটি শুধু অভিনয় নয়, বরং এক ধরনের আবেগের প্রকৃত প্রতিফলন, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।

ছবিটি শেয়ার করে নির্মাতা দেবাশীষ বিশ্বাস লিখেছেন,
“আপনি বেঁচে থাকুন! শতবর্ষী হোন! আপনার মাধ্যমে বাংলাদেশি সিনেমা বেঁচে থাকুক।”

‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান লিখেছেন,
“যখন শাকিব খান পর্দায় থাকেন, তখন সেটা অভিনয় নয়—তা একপ্রকার আধিপত্য। তাঁর উপস্থিতিতে পর্দাই নিজে নতি স্বীকার করে। স্যালুট আমাদের মেগাস্টার শাকিব খানকে!”

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ প্রথম দিনেই দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে ২৮টি শো নিয়ে যাত্রা শুরু করে। একইসঙ্গে শতাধিক সিঙ্গেল স্ক্রিন হলেও প্রদর্শিত হয় এই চলচ্চিত্রটি। রায়হান রাফীর পরিচালনায় নির্মিত এ ছবিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম গাজী রাকায়েত । ঘটনাক্রমে এটি শাকিব খান ও জয়া আহসানের প্রথম যৌথ চলচ্চিত্র।

বিশেষ বিশ্লেষকদের মতে, শাকিব খানের এই নতুন চরিত্র ও অভিনয় শৈলী বাংলা সিনেমায় একটি নতুন যুগের সূচনা করতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow