সচিবালয় ঘেরাও আন্দোলন: আহতদের আত্মহত্যার হুমকি

বৈষম্যবিরোধী আন্দোলনের আহতরা রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করে বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলন করছে। তারা সরকারকে বিকেল ৪টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে এবং দাবি না মানলে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি পালন করবেন। আন্দোলনকারীরা আত্মহত্যার হুমকিও দিয়েছেন।

 0
সচিবালয় ঘেরাও আন্দোলন: আহতদের আত্মহত্যার হুমকি
সচিবালয় ঘেরাও আন্দোলন: আহতদের আত্মহত্যার হুমকি

রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে দুই পাশের সড়ক অবরোধ করে বিদেশে চিকিৎসার দাবিতে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের আহতরা এখন শ্যামলীতে অবস্থান নিয়েছেন। তারা সরকারের কাছে বিকেল ৪টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন, এর মধ্যে দাবি না মানলে সচিবালয় ঘেরাও আন্দোলন করবেন এবং প্রয়োজনে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা পঙ্গু হাসপাতাল থেকে সরে শ্যামলি মোড়ে অবস্থান নেন। সেখানে তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনের নেতারা বলেছেন, যদি বিকেল ৪টার মধ্যে সরকারের কোনো প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ না করে, তাহলে তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করবেন।

আন্দোলনে আহত শরীফ জানান, "এ আন্দোলন গতবারের আন্দোলনের মতো নয়। হাসিনার বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম। অন্ধ হয়ে গেছি, খোঁড়া হয়ে গেছি, এখন আর ভয় নেই। আমরা চাই সরকার আমাদের দাবি মেনে নিক।"

মোহাম্মদ শরীফ বলেন, “রাস্তা বন্ধ করে দেওয়ায় মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। সরকার আমাদের বাধ্য করেছে। এই আন্দোলনের আহতদের কোনো খবর নেওয়া হচ্ছে না। আমাদের ক্ষতির পাশাপাশি সরকারও এই কষ্টের কথা মনে রাখবে না।”

এভাবেই আন্দোলনকারীরা তাদের দাবি পূরণের জন্য সরকারকে কঠোর বার্তা দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow