মহাখালীতে সড়ক অবরোধ তিতুমীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের এক দফা দাবিতে ঢাকার মহাখালীর আমতলীতে সড়ক অবরোধ করেছেন। তাদের আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি অবস্থান জানিয়ে তিতুমীরসহ সাত কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানিয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের এক দফা দাবিতে মহাখালীর আমতলীতে সড়ক অবরোধ করেন। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আমতলীতে এসে সড়কের ওপর বসে পড়েন। এর আগে, তিতুমীর কলেজের সামনে থেকে মিছিল নিয়ে তারা মহাখালী, আমতলী, রেলগেট হয়ে আবারও আমতলীতে ফিরে আসেন।
শিক্ষার্থীরা ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির পাশাপাশি মহাখালী-গুলশান সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিলেন। তবে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণে তারা ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করে, এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন।
এদিকে, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি সরকারের অবস্থান পরিবর্তন হবে না। তিনি বলেন, "তিতুমীরসহ সাত কলেজ নিয়ে সরকার একটি কমিটি গঠন করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করেছে।"
এই মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা এবং তারা আবারও সড়ক অবরোধ করেন। মহাখালীর আমতলীতে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি এবং জলকামান ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়।
What's Your Reaction?