বগুড়ার সান্তাহারে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত
বগুড়ার সান্তাহারে একটি ট্রাকের ধাক্কায় তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার রাতে তারা নওগাঁ শহর থেকে বাড়ি ফিরছিলেন। সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়ত এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনাকায় গ্রামের আল হোসাইন মণ্ডল (১৯), ছোট ধাপ এলাকার শাহ নেওয়াজ (১৯) এবং কাহালু উপজেলার মিথুন প্রামাণিক (১৯)। তাদের সকলেই নওগাঁ শহরে আয়োজিত বাণিজ্য মেলা দেখে বাড়ি ফিরছিলেন। আল হোসাইনের যমজ ভাই আল হাসান জানান, ‘‘রোববার রাতে আমরা মোটরসাইকেলে করে নওগাঁ থেকে বগুড়ার দিকে ফিরছিলাম। বাঁশহাটি এলাকায় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন মারা যান।’’ তিনি আরও বলেন, ‘‘এসময় পেছনে থাকা অন্য একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’
নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারী জানান, ‘‘খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।’’ সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিমুল হক বলেন, ‘‘ঘটনাটি ঘটে যখন একটি মোটরসাইকেল নৈশকোচকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় তিনজনই প্রাণ হারান।’’
এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনার তদন্তে নেমেছে।
What's Your Reaction?