আসছে পরীমণির ধামাকা ‘ডোডোর গল্প
ঢাকাই চিত্রনায়িকা পরীমণি সাইমন সাদিকের সঙ্গে নতুন ছবি ‘ডোডোর গল্প’ নিয়ে আসছেন। এক বছর, চার মাস, ২৩ দিন পর সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। পরীমণি নিজেই ফেসবুকে ভিডিও বার্তায় এই খুশির খবর জানিয়েছেন এবং জানিয়েছেন, ছবিটি তার জন্য বিশেষ, কারণ এটি মাতৃত্বকালীন বিরতি থেকে প্রায় দুই বছর পর তার শুটিংয়ে ফিরতে সাহায্য করেছে।
নতুন সিনেমা ‘ডোডোর গল্প’ নিয়ে পরীমণির দারুণ খুশির খবর
ঢাকাই চিত্রনায়িকা পরীমণি এবার নতুন সিনেমা ‘ডোডোর গল্প’ নিয়ে সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে আসছেন। এক বছর, চার মাস, ২৩ দিন পর সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। পরীমণি নিজেই এই আনন্দের খবর একটি ভিডিও বার্তায় জানিয়ে বলেছেন, “অবশেষে ১৬ মাস পর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ হয়েছে। আমরা সবাই খুশি।”
গল্পের কারণে কিছুটা বিরতি হলেও, পরী জানান, এই ছবির কাজ তিনি খুবই যত্নসহকারে করেছেন। বিশেষত, মাতৃত্বকালীন বিরতি থেকে দুই বছর পর শুটিংয়ে ফিরে নিজের সেরাটা দিয়ে কাজটি করেছেন তিনি। এখন ছবিটির বাকি কাজ শেষ হলে, মুক্তির অপেক্ষায় থাকবে এই সিনেমা।
What's Your Reaction?