ইজতেমা ময়দানে ড্রোনের বিকট শব্দে আতঙ্ক, হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত চলাকালে একটি ড্রোন ময়দানে আছড়ে পড়ে, যার ফলে মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন। এ ঘটনায় অন্তত ৫০ জন মুসল্লি আহত হয়েছেন, যাদের মধ্যে ৪১ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বিস্তারিত জানুন এই ঘটনার সম্পর্কে।

 0
ইজতেমা ময়দানে ড্রোনের বিকট শব্দে আতঙ্ক, হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত চলাকালে হঠাৎ বিকট শব্দে একটি ড্রোন ময়দানের বাঁশের খুঁটি ও টিনের ছাউনিতে আছড়ে পড়ে। এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন। এই ঘটনায় অন্তত ৫০ জন মুসল্লি আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে আবুল কালাম (৫৫), আলামিন (৩২), আজাদ (৩০), ওবায়দুল্লাহ (৩২) সহ বেশ কয়েকজন। আহতদের মধ্যে ৪১ জনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার সকালে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করছিলেন। মোনাজাত চলাকালে ময়দানের উত্তর পশ্চিম অংশে একটি ড্রোন উড়ছিল, যা ভিডিও ধারণ করার উদ্দেশ্যে ব্যবহার হচ্ছিল। হঠাৎ করেই ড্রোনটি একটি বাঁশের খুঁটিতে আছড়ে পড়ে, ফলে বিকট শব্দ শোনা যায় এবং মুসল্লিরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন। এই সময়ে পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow