কী কারণে অবসর, তা এখনো বলছেন না তামিম

কী কারণে অবসর, তা এখনো বলছেন না তামিম, অবসর-কাণ্ডের পর থেকে ছুটিতে আছেন তামিম ইকবাল। সেই ছুটিরই অংশ হিসেবে তিনি এখন আছেন সপরিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

Jul 21, 2023 - 19:27
 0
কী কারণে অবসর, তা এখনো বলছেন না তামিম
কী কারণে অবসর, তা এখনো বলছেন না তামিম

অবসর-কাণ্ডের পর থেকে ছুটিতে আছেন তামিম ইকবাল। সেই ছুটিরই অংশ হিসেবে তিনি এখন আছেন সপরিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখান থেকে লন্ডনে গিয়ে কোমরের ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ নেবেন। তারপর দেশে ফেরার কথা ৩১ জুলাই।

দুবাই যাওয়ার আগে ঢাকার দুটি নিউজ ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তামিম কথা বলেছেন তাঁর অবসরের সিদ্ধান্ত, সে সিদ্ধান্ত থেকে ফিরে আসা ও ভবিষ্যৎ–ভাবনা নিয়েও। তবে ঠিক কী কারণে অবসরের সিদ্ধান্তটা নিয়েছিলেন, সেটি স্পষ্ট করেননি তামিম। এ ব্যাপারে তামিম বলেছেন, ‘অবসর নেওয়ার কারণ আছে। অনেক কারণ আছে। সে জন্যই নিয়েছিলাম।’

সিদ্ধান্তটা যে তিনি হুট করে নেননি, সেটাও জানিয়েছেন, ‘আরেকটি ব্যাপার হলো আমার সিদ্ধান্ত হুট করেই নেওয়া ছিল না। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম। পরিবারের সঙ্গে কথা বলেছি অন্তত তিন-চার দিন আগে এবং আমার মনে হয়েছে, দ্যাটস ইট। শেষ। এমন একটা কিছু নিয়ে স্ট্রাগল করছিলাম, যা আমি খোলাসা করতে চাই না। এটা ক্রিকেট বোর্ডের জানার ব্যাপার।’

লন্ডন থেকে দেশে ফিরেই ক্রিকেট বোর্ডের সঙ্গে বসবেন তামিম। বিসিবির সঙ্গে বৈঠকের ওপরই নির্ভর করছে তামিমের ভবিষ্যৎ, ‘দেশে ফিরে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের (জালাল ইউনুস) সঙ্গে বসব, যিনি আমার সরাসরি বস। ওনার সঙ্গে বসে খুব খোলামেলা ও পরিষ্কার আলোচনা করতে চাই যে কেন অবসর নিয়েছিলাম, আমার মাথায় কী চলছিল… ৬ থেকে ৮ মাস ধরে আমি কেমন অনুভব করছি এবং কেন শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম।’

তামিম এটাও জানিয়েছেন, বিসিবির ‘চেইন অব কমান্ড’ মেনেই জালাল ইউনুসের সঙ্গে কথা বলতে চান তিনি। তাঁর কথা, ‘আমি সব সময় একটা ব্যাপার মেনে চলার চেষ্টা করি এবং যেটিকে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করি, তা হলো “চেইন অব কমান্ড”। আমি জাতীয় দলের ক্রিকেটার, অধিনায়ক ছিলাম সেদিন পর্যন্ত, আমার সরাসরি বস হলেন কোচ ও জালাল ভাই। আমার যা কিছু বলার আছে, তাঁদের মাধ্যমেই যেতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘হ্যাঁ, আমাদের সঙ্গে বোর্ড সভাপতির ভালো যোগাযোগ আছে, আমার সঙ্গেও কথা হয়। তবে আমি কোনো সময়ই “চেইন অব কমান্ড” ভাঙতে চাই না। আমার কথা হলো, ভালো-খারাপ যেটাই হোক, আমি আমার সরাসরি বসকে জানাব। কোচ আছেন, এরপর জালাল ভাই আমার আলটিমেট বস। উনি এটা ওপরে নিয়ে যাবেন নাকি বোর্ডে উপস্থাপন করবেন, এটা ওনার ব্যাপার।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow