৫ কোটি ২৫ লাখ ইউরোতে ইউনাইটেডে ওনানা

ইন্টার মিলানের গোলরক্ষক আন্দ্রে ওনানার ম্যানচেস্টার ইউনাইটেডে আসার গুঞ্জনটা দলবদলের শুরু থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। আনুষ্ঠানিকভাবে পাঁচ বছরের জন্য ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্যামেরুনের এই তারকা গোলরক্ষক। পরবর্তীকালে আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

Jul 21, 2023 - 19:27
 0
৫ কোটি ২৫ লাখ ইউরোতে ইউনাইটেডে ওনানা
৫ কোটি ২৫ লাখ ইউরোতে ইউনাইটেডে ওনানা

ইন্টার মিলানের গোলরক্ষক আন্দ্রে ওনানার ম্যানচেস্টার ইউনাইটেডে আসার গুঞ্জনটা দলবদলের শুরু থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। আনুষ্ঠানিকভাবে পাঁচ বছরের জন্য ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্যামেরুনের এই তারকা গোলরক্ষক। পরবর্তীকালে আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

ওনানাকে কিনতে ইউনাইটেডের খরচ হয়েছে ৫ কোটি ২৫ লাখ ইউরো, যা তাঁকে সর্বকালের দামি ৫ গোলরক্ষকের তালিকায় ৪ নম্বরে স্থান করে দিয়েছে। তাঁর ওপরে থাকা বাকি তিন গোলরক্ষক হলেন কেপা আরিজাবালাগা, আলিসন ও গিয়ানলুইগি বুফন। ধারণা করা হচ্ছে, ২৭ বছর বয়সী এই গোলরক্ষক শিগগিরই যুক্তরাষ্ট্রে প্রাক–মৌসুম ট্যুরে থাকা দলের সঙ্গে যোগ দেবেন।

গত মৌসুমে সিরি ‘আ’তে ২৪ ম্যাচে গোলবার সামলে ৮টিতেই ক্লিনশিট (কোনো গোল খাননি) রেখেছেন ওনানা। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগেও সর্বোচ্চ ১৩ ম্যাচে ক্লিনশিট রেখেছেন ওনানা। আর সব মিলিয়ে ২৪৪ ম্যাচে ওনানা ক্লিনশিট রেখেছেন ১০৪ ম্যাচে। এই পারফরম্যান্সই মূলত তাঁকে ইউনাইটেডে আসার পথে এগিয়ে দিয়েছে।

বিশ্বের শীর্ষ ৫ দামি গোলরক্ষক

নাম ক্লাব দাম
কেপা চেলসি ৮ কোটি ইউরো
আলিসন লিভারপুল ৬ কোটি ২৫ লাখ ইউরো
বুফন জুভেন্টাস ৫ কোটি ২৯ লাখ ইউরো
ওনানা ম্যান ইউনাইটেড ৫ কোটি ২৫ লাখ ইউরো
এদেরসন ম্যান সিটি ৪ কোটি ইউরো

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow