বিকালে জরুরি যৌথসভা ডেকেছে আ.লীগ

বিকালে জরুরি যৌথসভা ডেকেছে আ.লীগ

Jul 29, 2023 - 13:41
Jul 29, 2023 - 13:42
 0
বিকালে জরুরি যৌথসভা ডেকেছে আ.লীগ
বিকালে জরুরি যৌথসভা ডেকেছে আ.লীগ

চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। আজ শনিবার বিকাল সাড়ে চারটায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, বাংলাদেশ আওয়ামী লীগের নির্ধারিত সংখ্যক নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকগণ, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যবৃন্দের জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে।

এদিকে শনিবার সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। 

এতে অন্যদের মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও আরও উপস্থিত আছেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আব্দুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, শাহাবউদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow