ধোলাইখালে শটগানের গুলিতে ৬ নেতাকর্মী আহত
ধোলাইখালে শটগানের গুলিতে ৬ নেতাকর্মী আহত
রাজধানীর ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচিতে গুলি চালিয়েছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার পর সংঘর্ষ চলাকালে পুলিশ বিএনপির নেতাকর্মীদের শটগানের গুলি ছুড়ে। এতে দলটির ছয় নেতাকর্মী গুলিবিদ্ধ হন।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল (৩০), কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম (৩০), নাট্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল এনামুল হক (৩০), কবি নজরুল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির (২৯), পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আব্দুল আজিজ (২৮ ) এবং যুবদল কর্মী ওবায়দুল হক (৪০)।
আহতরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে উদ্ধার অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ধোলাইখাল থেকে ছয় জন ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার শরীরে পুলিশের শট গানের গুলি রয়েছে।
What's Your Reaction?