ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গয়েশ্বর গুলিবিদ্ধ
ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গয়েশ্বর গুলিবিদ্ধ
রাজধানীর ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় সংঘর্ষ শুরু হয়।
পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় পুলিশের হামলায় আহত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আবদুস সালাম আজাদকে আটক করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ।
নিপুণ রায় চৌধুরী জানান, গয়েশ্বর চন্দ্র রায় গুলিবিদ্ধ। এই অবস্থায় তিনি যখন রাস্তায় পড়ে যান তখন পুলিশ রাস্তায় ফেলে তাকে লাঠি দিয়ে ব্যাপক আঘাত করে।
এদিকে, বিএনপির ডাকা অবস্থান কর্মসূচি ঠেকাতে সকাল থেকেই কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা কদমতলী সেতুর প্রান্তে অবস্থান নেন।
তথ্য:
What's Your Reaction?