মুশফিকের ব্যাটে এবার ১৩ বলে ১৬ রান

বড় ইনিংসের জন্য ব্যাটিংয়ে নেমেছেন ভালো সময়েই। ইনিংসের চতুর্থ ওভারে, দলের তৃতীয় উইকেটের পতনের পর। তবে প্রথম ম্যাচের মতো এবার ভালো কিছু করতে পারেননি মুশফিকুর রহিম। আজ জিম-আফ্রো টি১০ টুর্নামেন্টে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে ১৩ বলে ১৬ রান তুলতে পেরেছেন মুশফিক।

মুশফিকের ব্যাটে এবার ১৩ বলে ১৬ রান
মুশফিকের ব্যাটে এবার ১৩ বলে ১৬ রান

বড় ইনিংসের জন্য ব্যাটিংয়ে নেমেছেন ভালো সময়েই। ইনিংসের চতুর্থ ওভারে, দলের তৃতীয় উইকেটের পতনের পর। তবে প্রথম ম্যাচের মতো এবার ভালো কিছু করতে পারেননি মুশফিকুর রহিম। আজ জিম-আফ্রো টি১০ টুর্নামেন্টে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে ১৩ বলে ১৬ রান তুলতে পেরেছেন মুশফিক।

শেষ পর্যন্ত জেতেনি তাঁর দল জোহানেসবার্গ বাফেলোজও। প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৫ উইকেটে ৯৬ রান তোলে বাফেলোজ। রান তাড়ায় স্যাম্প আর্মি লক্ষ্যে পৌঁছে যায় ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে।

হারারে স্পোর্টস ক্লাবের ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নামা বাফেলোজ প্রথম বলেই রানআউটে উইল স্মিদকে হারায়। আরেক ওপেনার টম ব্যান্টনের আউটের পর চতুর্থ ওভারে নামেন মুশফিক। ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকা মুশফিক বড় শটের চেষ্টায় খুব একটা সফল হননি।

১৩ বলের ৩টি দিয়েছেন ডট দিয়েছেন চার, দুটিতে মেরেছেন চার, যার একটি উইকেটকিপারের মাথার ওপর দিয়ে পাঠানো। মুশফিকের ১৩ বলে অপরাজিত ১৬ তাঁর দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। ১৭ বলে ২৩ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।

রান তাড়ায় বাফেলোজ বোলারদের পাত্তাই দেননি স্যাম্প আর্মি ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। ৪ চার ও ৪ ছক্কায় ২৪ বলে ৫৪ রান করে যান জিম্বাবুইয়ান এই ব্যাটসম্যান। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১৮ বলে করেন ৩৫ রান।

মুশফিক প্রথম ম্যাচে ২৩ বলে ৪৬* এবং দ্বিতীয় ম্যাচে ১২ বলে ১৯ রান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow