নবাব কন্যার সরল জীবনবোধে মুগ্ধ নেটদুনিয়া

বলিউডের নবাব কন্যা হলেও অভিনেত্রী সারা আলি খানকে প্রায়ই কোনও না কোনও মন্দির দর্শনে যেতে দেখা যায়। কখনও কেদারনাথ, কখনও আবার অমরনাথ, তীর্থযাত্রা করা সারার খুবই পছন্দের। কয়েকদিন আগেই অমরনাথ যাত্রা শেষে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সাইফ কন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানেকার স্থানীয় মানুষ ও শিশুদের সঙ্গে সারার সহজ ও সরলভাবে মেশার বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও দেখে সারার সরলজীবনবোধে মুগ্ধ নেটদুনিয়া।

নবাব কন্যার সরল জীবনবোধে মুগ্ধ নেটদুনিয়া
নবাব কন্যার সরল জীবনবোধে মুগ্ধ নেটদুনিয়া

বলিউডের নবাব কন্যা হলেও অভিনেত্রী সারা আলি খানকে প্রায়ই কোনও না কোনও মন্দির দর্শনে যেতে দেখা যায়। কখনও কেদারনাথ, কখনও আবার অমরনাথ, তীর্থযাত্রা করা সারার খুবই পছন্দের। কয়েকদিন আগেই অমরনাথ যাত্রা শেষে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সাইফ কন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানেকার স্থানীয় মানুষ ও শিশুদের সঙ্গে সারার সহজ ও সরলভাবে মেশার বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও দেখে সারার সরলজীবনবোধে মুগ্ধ নেটদুনিয়া।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীরে গিয়ে বিলাসবহুল হোটেলে থাকলেও বেড়ানোর সময় সেখানকার সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে ঘুরে বেড়িয়েছেন সারা আলি খান। সম্প্রতি তিনি কাশ্মীরে ঘুরে বেড়ানোর বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

সে পোস্টে হোটেলের পুলে গোসলের সময় একটা ছোট্ট শিশুকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিতে দেখা যায় সারাকে। আবার কখনও কাশ্মীরের পাহাড়ি পথে সাধারণ মানুষের সঙ্গে তাদের তাবুতে গিয়েও সময় কাটাতে দেখা যায় তাকে। আবার কখনও সেখানকার এক মহিলা ছাগলের দুধ দুইয়ে সারার জন্য চা বানিয়ে দিচ্ছেন সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। কখনও আবার সেই তাঁবুতে বসে তাদের রান্নাবান্না দেখেছেন সারা, আবার পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে শুয়েও পড়েছেন।

স্থানীয় মানুষ ও শিশুদের সঙ্গে সারার সরলজীবনবোধে মুগ্ধ নেটপাড়ার মানুষজন। সারার এই পোস্টের নিচে এক ব্যক্তি লিখেছেন, ‘বর্তমান প্রজন্মের আপনাকে দেখে অনেক কিছু শেখা উচিত।’ কেই লিখেছে, ‘তোমার জন্য ভালোবাসা ও শ্রদ্ধা রইল সারা।’ একজন বলছে, ‘দেশের প্রকৃত প্রতিনিধি।’ কারোর মন্তব্য, ‘আপনি এত নম্র, ডাউন টু আর্থ, আপনার কাছে অনেক কিছু শেখার আছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow