কৌতূহল বাড়ালো ‘দ্য মার্ভেলস’

ক্যাপ্টেন মার্ভেল’-এর সাফল্যের রেশ ধরে নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল ‘দ্য মার্ভেলস’। নতুন এই সিনেমাটি শুরু থেকেই দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছে। এমনকি বিলিয়ন ডলার বাজেটের সিনেমাটিতে অস্কারজয়ী ব্রি লারসন আবারও নতুন চমকে সুপারহিরো অবতারে হাজির হতে যাচ্ছেন। পাশাপাশি তার সঙ্গে সিনেমাটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে যুক্ত হয়েছেন অভিনেত্রী ইমান ভেলানি ও তেয়োনাহ প্যারিস। সিনেমাটিতে এই তিন সুপারপাওয়ার ত্রয়ীকে দলবদ্ধ হয়ে বিশ্বকে বাঁচাতে দেখবেন দর্শকরা।

কৌতূহল বাড়ালো ‘দ্য মার্ভেলস’
কৌতূহল বাড়ালো ‘দ্য মার্ভেলস’

‘ক্যাপ্টেন মার্ভেল’-এর সাফল্যের রেশ ধরে নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল ‘দ্য মার্ভেলস’। নতুন এই সিনেমাটি শুরু থেকেই দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছে। এমনকি বিলিয়ন ডলার বাজেটের সিনেমাটিতে অস্কারজয়ী ব্রি লারসন আবারও নতুন চমকে সুপারহিরো অবতারে হাজির হতে যাচ্ছেন। পাশাপাশি তার সঙ্গে সিনেমাটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে যুক্ত হয়েছেন অভিনেত্রী ইমান ভেলানি ও তেয়োনাহ প্যারিস। সিনেমাটিতে এই তিন সুপারপাওয়ার ত্রয়ীকে দলবদ্ধ হয়ে বিশ্বকে বাঁচাতে দেখবেন দর্শকরা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow