এশিয়া কাপে খেলা হচ্ছে না তামিমের

কিছুদিন আগে চিকিৎসা শেষে দেশে ফিরেন তামিম ইকবাল। তবুও এশিয়া কাপে তার খেলা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। ইনজুরির কারণে এশিয়া কাপে খেলবেন না এই ওপেনার। বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

Aug 4, 2023 - 10:12
 0
এশিয়া কাপে খেলা হচ্ছে না তামিমের
এশিয়া কাপে খেলা হচ্ছে না তামিমের

কিছুদিন আগে চিকিৎসা শেষে দেশে ফিরেন তামিম ইকবাল। তবুও এশিয়া কাপে তার খেলা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। ইনজুরির কারণে এশিয়া কাপে খেলবেন না এই ওপেনার। বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৮টায় তামিমের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জালাল ইউনুস বলেন, 'তাকে (তামিম) বলা হয়েছে দুই সপ্তাহ কমপ্লিট রেস্ট। কালকে পর্যন্ত এক সপ্তাহ। এরপর আরও এক সপ্তাহ আছে। এখানে ছোটখাট রিহ্যাব করতে বলা হয়েছে। ছোট খাট কিছু অনুশীলন এরকম

তিনি আরও বলেন, 'এখানের পর আরও দুই সপ্তাহ তাকে প্রপার নেটে অনুশীলন করার মতো ফিট হতে লাগবে। ওই সময়ে তো আমাদের দল এশিয়া কাপে চলে যাবে। তাই বিসিবি প্রধান থেকে শুরু করে চিকিৎসক সবাই একমত হয়েছে যে তামিমকে এশিয়া কাপে খেলানো সম্ভব হচ্ছে না। তামিম যেহেতু এশিয়া কাপে থাকছে না তামিম তাই অধিনায়কও থাকছে না।’   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow