এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না: সাকিব
প্রথম ম্যাচে জয়ের পর বাংলাদেশের ঝুলিতে শুধুই শূন্যতার হাহাকার। বিশ্বকাপে একের পর এক ম্যাচ যায়, বাংলাদেশ যেন ব্যর্থতার পারদে নিচের দিকে নামে আরও। সেই ধারায় নেদারল্যান্ডসের বিপক্ষে এবার বরণ(!) করতে হলো ৮৭ রানের বিব্রতকর হার। এমন হতাশাজনক ফলাফলে দল তলানিতে পৌঁছে গেছে, মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
![এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না: সাকিব](https://bangladeshtodays.com/uploads/images/202310/image_870x_653def5ed8925.jpg)
প্রথম ম্যাচে জয়ের পর বাংলাদেশের ঝুলিতে শুধুই শূন্যতার হাহাকার। বিশ্বকাপে একের পর এক ম্যাচ যায়, বাংলাদেশ যেন ব্যর্থতার পারদে নিচের দিকে নামে আরও। সেই ধারায় নেদারল্যান্ডসের বিপক্ষে এবার বরণ(!) করতে হলো ৮৭ রানের বিব্রতকর হার। এমন হতাশাজনক ফলাফলে দল তলানিতে পৌঁছে গেছে, মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। ডাচদের দেওয়া ২৩১ রানের সাদামাটা লক্ষ্য তাড়ায় তারা মাত্র ১৪২ রানে অলআউট হয়ে যায়। তখনও বাকি ছিল ইনিংসের ৪৬ বল। টানা পঞ্চম হারে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে টাইগারদের বিদায় নিশ্চিতই বলা চলে।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব স্বীকার করে নেন ব্যাটিংয়ের বেহাল দশা, 'টুর্নামেন্ট জুড়েই আমরা ব্যাট হাতে খারাপ করছি এবং এর চাইতে খারাপ আর কিছু হতে পারে না! সামনে আরও ম্যাচ আছে, সেজন্য আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমি জানি, এই অবস্থান থেকে সেটা করা কঠিন। তারপরও আমাদের চেষ্টা করতে হবে টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করার জন্য।'
ব্যাটারদের দায় দেওয়ার সঙ্গে ফিল্ডিংকেও দুষছেন বাংলাদেশ কাপ্তান, 'আমার মনে হয়, আমরা ভালো বোলিং করেছি। কিন্তু ফিল্ডিংয়ে ছন্নছাড়া ছিলাম। যে অবস্থানে আমরা ছিলাম, তাদেরকে ১৬০-১৭০ রানে আটকে দেওয়া উচিত ছিল আমাদের।'
নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস শূন্য রানে থাকতেই দুটি জীবন পান। পরে তারই ৬৮ রানের ইনিংসে ভর করে ডাচরা ২২৯ রানের পুঁজি পায়। সেই সংগ্রহতেই তাদের বল হাতে লড়াইয়ের রসদ মেলে। এই প্রসঙ্গে ম্যাচের পর তিনি বলেন, 'আমরা ভেবেছি (ব্যাটিংয়ের মাঝপথে) যে, ২২০ রানের ওপরে করতে পারলেই আমাদের সুযোগ আছে।'
What's Your Reaction?
![like](https://bangladeshtodays.com/assets/img/reactions/like.png)
![dislike](https://bangladeshtodays.com/assets/img/reactions/dislike.png)
![love](https://bangladeshtodays.com/assets/img/reactions/love.png)
![funny](https://bangladeshtodays.com/assets/img/reactions/funny.png)
![angry](https://bangladeshtodays.com/assets/img/reactions/angry.png)
![sad](https://bangladeshtodays.com/assets/img/reactions/sad.png)
![wow](https://bangladeshtodays.com/assets/img/reactions/wow.png)