রাজধানীতে শিবিরের বিক্ষোভ মিছিল
বর্তমান সরকারের পদত্যাগসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির ৭ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার সকাল ১০টার দিকে মতিঝিলের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইত্তেফাক মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি। তিনি বক্তব্যে দেশের চলমান আন্দোলন ও দাবি আদায়ে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, হাফেজ রাশেদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
What's Your Reaction?






