মোহাম্মদপুর টাউন হলের কাছে বাসে আগুন

মোহাম্মদপুর টাউন হলের কাছে বাসে আগুন

মোহাম্মদপুর টাউন হলের কাছে বাসে আগুন
মোহাম্মদপুর টাউন হলের কাছে বাসে আগুন

রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের কাছে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। 

আজ রোববার সকাল ১০টা ২০ মিনিটের দিকে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় কিছু সময় পরে আগুন নিভিয়ে ফেলা হয়। ২টা গাড়ি কাজ করেছে। 

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম ডেইলি স্টারকে এ তথ্য জানান। 

তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

বিএনপির ডাকা সারাদেশে এক দিনের হরতাল চলছে। আজ আওয়ামী লীগের পক্ষ থেকে সারাদেশে শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। 

এর আগে ভোররাতে রাজধানীর ডেমরায় বাসে আগুনে একজনের মৃত্যু ও আহত হয়েছেন একজন।

এছাড়া সকালে বায়তুল মোকাররমের দক্ষিণে সড়কে বাসে, ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে এবং গাজীপুরের হোতাপাড়ায় ট্রাকে আগুনের ঘটনা ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow